নিজস্ব প্রতিবেদকঃ-
সিলেটের বিশ্বনাথের এক যুবককে বিদেশে পাঠানোর নামে ভারতে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন, সিলেট নগরীর পীর মহল্লার বাসিন্দা মৃত রফিক উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪৮) ও আব্দুস সালামের পুত্র নাইমুর রহমান সাকিব (২৪)। এরআগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এসআই দেবাশীষ শর্মার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ বলেন, গ্রেফতারকৃতদের পেশাই হচ্ছে দালালি। তারা ইউরোপ পাঠানোর কথা বলে ভারতসহ বিভিন্ন দেশে তাদের দালাল চক্রের মাধ্যমে বৃহত্তর সিলেটের সহজ-সরল মানুষদের আটকে রেখে মুক্তিপণ আদায় করে। তাদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। তাছাড়া বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি