Voice of SYLHET | logo

২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ৫ই জুলাই, ২০২২ ইং

পরিবর্তনের সঙ্গে শিক্ষকদের খাপ খাইয়ে নিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : August 18, 2020, 19:00

পরিবর্তনের সঙ্গে শিক্ষকদের খাপ খাইয়ে নিতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ-

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। প্রতিনিয়ত আমাদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিবর্তন সাধিত হচ্ছে। শিক্ষকদের এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে এবং শিক্ষার্থীদের ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে।’
মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজিত অনলাইন আলোচনা সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমুখী ও কারিগরি শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। আর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন ম্যানিফেস্টোতে সবার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির অঙ্গিকার ছিল। বঙ্গবন্ধু চেয়েছিলেন অর্থাভাবে কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বলতেন সুস্থ সমাজ নির্মাণে শিক্ষায় বিনিয়োগের চেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ আর নেই। তিনি শিক্ষায় জাতীয় উৎপাদনের শতকরা ৪ ভাগ বিনিয়োগের কথা বলেছিলেন।’
দীপু মনি বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে সরকার কারিকুলাম পরিবর্তন, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষক নিয়োগে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিচ্ছে। আমাদের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি তাদেরকে যোগাযোগে দক্ষ, সমস্যা সমাধানে দক্ষ, সততা, নিষ্ঠা পরমত সহিষ্ণুতা প্রভৃতি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।’
শুধুমাত্র শ্রেণিকক্ষে পাঠদানের সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল অর্জনে দিকনির্দেশনা দিতে শিক্ষকদের আহবান জানান মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 168 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।