জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি সচিব সজল কুমার দে, ইউপি সদস্য হুজায়ফা চৌধুরী সুজা, মো. মকব্বির আলী, মালেকা বেগম, আওয়ামী লীগ নেতা শহিদ মিয়া, আশিক মিয়া, রেজওয়ান আহমদ, মুরব্বি ছালেহ আহমদ, আব্দুল খালিক, মুজিব মিয়া, অফিস সহকারী লিমন দেব, শেখ সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করে মো. মতিউর রহমান খান।