সিলেট নগরীর জিন্দাবাজারে শাহ নেওয়াজ নামে ছাত্রলীগের এক কর্মীকে পেটালেন মহানগর তাঁতি লীগ নেতা আজহারুল ইসলাম মুমিন।
শুক্রবার রাত সাড়ে ১০ টায় নগরীর পূর্ব জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজহারুল ইসলাম মুমিন ও তার সাথে থাকা কয়েকজন শাহ নেওয়াজ মারধর করেন। এ ঘটনায় শাহ নেওয়াজ গুরুতর আহত হলে উপস্থিত পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা ঘটনার কথা স্বীকার করেছেন।
জানা গেছে, আজহারুল ইসলাম মুমিন ফিজা এন্ড কোম্পানির মালিক নজরুল ইসলাম বাবুলের ছেলে। নজরুল ইসলাম বাবুল বিএনপির সহযোগী সংগঠন তাঁতি দলের সাথে জড়িত হলেও ছেলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিলেট মহানগর তাঁতি লীগের সদস্য বলে জানা গেছে।