সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ-
দঃসুনামগন্জ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার দারুল উলুম দরগাহ পুর মাদ্রাসার সামনে দিরাইগামী একটা ট্রাকের সাথে সুনামগন্জগামী সিএনজির আকস্মিক সঃঘর্ষে আহত হয়েছেন সিএনজির ড্রাইভারসহ পাঁচজন।
বিকাল আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
স্থানীয় লোকদের দাবি,বেপরোয়া ভাবে ট্রাকের ড্রাইভার গাড়ি চালানোর কারনেই দুর্ঘটনাটি ঘটেছে।
পরে,অত্র মাদরাসার শিক্ষক সহ স্থানীয়রা মিলে আহতদের হাসপাতালে ভর্তি করেন।