Voice of SYLHET | logo

১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৩ ইং

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন সিকৃবির পাঁচ শিক্ষার্থী

প্রকাশিত : August 02, 2019, 09:57

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন সিকৃবির পাঁচ শিক্ষার্থী

সিকৃবি প্রতিনিধিঃ

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে থাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।প্রতিবছর এ পুরষ্কার দেওয়া হয়।

এবছর কৃত্বিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কৃত্বিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত হয়েছেন বিভিন্ন অনুষদের পাঁচ শিক্ষার্থী। অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল (সিজিপিএ) এর ভিত্তিতে ছয় অনুষদের পাঁচ শিক্ষার্থীকে এ বছর মনোনীত করা হয়েছে।

নিজ নিজ অনুষদে সর্বোচ্চ ও কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যই তারা এ পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক’১৮ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০১৮ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী দেবাশীষ শর্মা,কৃষি অনুষদের শিক্ষার্থী ইসরাত জাহান ইমা, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থী শামিমা শাম্মী, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী কাজী ফাইজুল আজিম, মাৎসবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী খুশনুদ তাবাচ্ছুম।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1013 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।