নগরীর শাহী ঈদগাহ বক্ষ ব্যাধি (টিবি) হাসপাতাল এর জায়গার শেষ প্রান্তে গোয়ালীছড়ার অবস্থান। সেই ছড়া ঘেঁষে সিলেট সিটি কর্পোরেশন নির্মাণ করছে মনোরম ওয়াক ওয়ে।

ছবি: জাবেদ আহমদ, ব্যাংকার ও সাংবাদিক
রাতের বেলা আলোর খেলায় জমে ওঠে ছড়া ঘেঁষা পুরো এলাকা। কাজ এখনও অনেক বাকি। ওয়াক ওয়েটি ছড়া ঘেঁষে ঢুকে টিবি হাসপাতালের কোয়ার্টার (মডেল স্কুলের পিছন দিয়ে) হয়ে মেইন রোডের ফুটপাতে এসে মিলবে।

ছবি: জাবেদ আহমদ, ব্যাংকার ও সাংবাদিক
এরপর ফুটপাত হয়ে পুনরায় ওয়াক ওয়ের প্রবেশমুখে এসে যুক্ত হবে। ওয়াকওয়ে টির দৈর্ঘ্য প্রায় আধা কিলোমিটার। নির্মিতব্য ওয়াক ওয়েটির কাজ শেষ হলে পুরো এলাকাটি রূপ পাবে একটি দৃষ্টিনন্দন স্পটে।
সূত্র : সিলেট প্রতিক্ষণ