প্রেস বিজ্ঞপ্তিঃঃ-
গোলাপগঞ্জ উপজেলার ” মানব কল্যাণ ফাউন্ডেশনের” একটি নাম একটি স্বপ্ন। আমরা স্বপ্ন দেখি সুন্দর একটি পৃথিবীর, শুরুতেই চাই নিজেদের পরিবর্তন করতে সেই সুন্দর পৃথিবীর জন্য। তাই সমাজের সকল ধরনের সুবিধাবঞ্চিত মানুষের জন্য, মাদক মুক্ত সমাজ গঠন এবং দারিদ্রে পুনর্বাসনে একটি সেচ্ছাসেবী একটি সংগঠন। যার নাম “মানব কল্যাণ ফাউন্ডেশন” অলাভজনক, অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই সংগঠনটি দেশ ও বিদেশের কিছু তরুণদের সমন্বয়ে গঠিত হয়েছে। “সৎ কাজের আদেশ কর, অসৎ কাজের নিষেধ কর .. আল কোরআন এ মূলনীতিতে মানবের জন্য সেবা, অসৎ কাজ থেকে বিরত থাকা” এই দুই মূলনীতি নিয়ে আমাদের স্লোগান হল- “ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” আপনিও হতে পারেন আমাদের সহযাত্রী।
গত ৩১ জুলাই, ২০২০ ইং শুক্রবার বাদ জুম্মাহ হুমায়ুন কবির-আহবায়ক ও ইমাম হুসেন পাবেল সদস্য সচিব এর মতামতে পূর্ণাঙ্গ কমিটির সম্পন্ন করা হয়।
২০২০-২১ সেশন এর নতুন কার্যকরী কমিটির নিম্নে তালিকা উপস্থাপন করা হলোঃ-
……………………………………………
১/ সভাপতিঃ কাবিল আহমদ ইমন।
২/ সহ-সভাপতিঃ আজিজুল করিম।
৩/ সাধারণ-সম্পাদকঃ হুমায়ুন কবির।
৪/সহ-সম্পাদকঃমোহাম্মদ রেদোয়ান হুসেন।
৫/সাংগঠনিক সম্পাদকঃ ইমাম হুসেন পাবেল।
৬/ সহ-সাংগঠনিক সম্পাদকঃ আল-আমিন।
৭/ অর্থ সম্পাদকঃসিদ্দিকুর রহমান রিপন।
৮/ সহ-অর্থ সম্পাদকঃ সুফিয়ান আহমদ।
৯/ প্রচার সম্পাদকঃরাহাদ আহমদ ছামি।
১০/ সহ-প্রচার সম্পাদকঃ ছাব্বির ছামি।
১১/ অফিস সম্পাদকঃ আবিদুর রহমান কামাল
১২/ সহ-অফিস সম্পাদকঃমামুন আহমদ চৌঃ।
১৩/ সমাজ কল্যাণ সম্পাদকঃ সাইদুল ইসলাম সুয়েব।
১৪/ শিক্ষা বিষয়ক সম্পাদকঃ তায়েফ আহমদ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ। তারা “মানব কল্যাণ ফাউন্ডেশন’র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বক্তারা আশা করেন সংগঠনটি আরেক ধাপ এগিয়ে যাবে। “মানব কল্যাণ ফাউন্ডেশন” খুব শীঘ্রই গোলাপগঞ্জ উপজেলার বাকি যে কয়টি ইউনিয়ন রয়েছে তা সংযুক্ত করা হবে এবং নিজ লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের সক্ষম হবে বলে আশা রাখেন।