কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-
নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযানে প্রতিদিনই কোনো না কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ। উপজেলার উত্তর রাজনগর এলাকা থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪ টা ৩৫ মিনিটে ১৫ পিস ইয়াবাসহ আমজাদ আলী(৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷ আটককৃত আমজাদ কোম্পানীগঞ্জের বতুমারা নোওয়াগাঁও এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার এস.আই. মঞ্জুরুল ইসলাম ও এ.এস.আই. আলমগীর হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তাকে গ্রেফতার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে. এম. নজরুল জানান, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই কোন না কোন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছি আমরা। কোম্পানীগঞ্জ থেকে মাদক নির্মূল না করা পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।