মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার পৌরসভার নিজস্ব অর্থায়নে মশা মারার ৬টি ফগার মেশিন কেনা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় মেশিন দিয়ে স্প্রে করে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র আলহাজ ফজলুর রহমান, জেলা সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমুখ।
পৌর মেয়র ফজলুর রহমান বলেন, ‘পৌরসভার নিজস্ব ফান্ড থেকে ৬ লাখ টাকা ব্যয় করে এই ৬টি মেশিন কেনা হয়েছে। মৌলভীবাজার শহরবাসীকে ডেঙ্গু মশার আক্রমণ থেকে বাঁচাতে পৌরসভা সতর্ক রয়েছে।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, ‘এ পর্যন্ত মৌলভীবাজারে ২৬ জন রোগী শনাক্ত হয়েছে। তবে আশঙ্কাজনক নয়। মশার আক্রমণ থেকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’