নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট নগরীতে চলছে উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার (১ আগস্ট) অভিযানের ১৬ তম দিনে ১০টি ছোট-বড় ঘর বাড়ি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন
নগরীর কিন ব্রিজের পূর্বপাশে ঝালোপাড়া এলাকায় অবৈধ এসব ঘর-বাড়ি দোকান ও স্থাপনা উচ্ছেদ করতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল জানান, এ পর্যন্ত চলা অভিযানে চার শতাধিক স্থাপনা উচ্ছেদের পাশাপাশি প্রায় পাঁচশত শতক জমি উদ্ধার করা হয়েছে।