নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ১২ টায় নগরীর মাছিমপুর এলাকার মুনাফ মিয়ার কলোনীর সামনে পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে গাজাঁসহ মো. ইয়াকুব আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
আটকৃত মাদক ব্যাবসায়ী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর দিঘীরপাড় এলাকার মৃত ফালু ব্যাপারীর ছেলে। বর্তমানে নগরীর মাছিমপুরের মোনাফ মিয়ার বাড়ীতে বসবাস করছেন।
গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।