নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরী থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ১ টায় বেত বাজার গাসিটোলা সাকিনস্থ আলমগীর চৌধুরীর কলোনীর উত্তর পাশে ফাকা ছাফড়ার ভিতর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯, সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হল, নগরীর লালা দিঘীর পাড় এলাকার মো. ফখরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া (২৬), দক্ষিণ সুরমার জৈনপুর শিববাড়ি এলাকার মৃত কানাই মিয়ার ছেলে কুতুব উদ্দিন (৩৪), সিলেটের গোয়াইনঘাট উপজেলার কাকুনাঘাই গ্রামের মহিবুর রহমানের ছেলে সাব্বির আহমেদ (২৭), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার অদমহানী গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে তাজীরুল ইসলাম (৩৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মহরের পাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে জুয়েল মিয়া (৩৫) এবং হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে মো. এমরান আহমেদ (৪০)।