পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ অভিযানের সূচনা হয়।
রিমঝিম বৃষ্টি বাদলের দিনে বর্ষাকে আরো আপন ও সুসজ্জিত করতে সবুজ পরিবেশ আন্দোলনের উদ্যােগে একর্মসূচি পালিত হয়।
এসময় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। সবুজ পরিবেশ আন্দোলন পবিপ্রবি শাখার সভাপতি আব্দুল্লাহ আল নাহিনের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার হিসেবে তুলে দেন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
মো. রাকিবুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘জলবায়ু চ্যালেন্স মোকাবেলা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই’। বৃক্ষ উপহার পাওয়ায় শিক্ষার্থীদের মনে ছিল আনন্দের জোয়ার।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে সহযোগিতায় ছিলেন বিওয়ান্ড দ্যা বাউন্ডারি নামক সামাজিক সংগঠন।