নিউজ ডেস্কঃসিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ সাদারপাড়া পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শাহপরাণ(রহঃ) থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে শাহজালাল উপশহরস্থ সাদারপাড়া পয়েন্টে লিটনের রিক্সার গ্যারেজের সামনে থেকে গ্রেফতার চার যুবকের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার হওয়া চারজন হলেন- মো: মিন্টু মিয়া (৩২), নাদিম শিকদার (২৫), আব্দুস শুক্কুর (২৫) ও নূরনবী খন্দকার পাবেল (২৩)। এসময় ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (৩১ জুলাই) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহপরাণ (র.) থানার ওসি মো: আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।