সিলেট নগরীর আখালিয়া স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে অাখালিয়ার নয়াপাড়া এলাকায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে বেশ ৫জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনায় সুজেল গ্রুপের কর্মী নয়াপাড়ার বশির মিয়ার ছেলে জুনেদ আহমদ (২৯), সুমন গ্রুপের কর্মী সুরমা আবাসিক এলাকার আব্দুল মালেকের ছেলে মারুফ আহমদ (১৮) ও পথচারী শাহী ঈদগাহের জয়নাল মিয়ার ছেলে রাকিব আহমদ (২০) আহত হয়েছেন।
সংঘর্ষের সময় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মুনিম আহমদের বাসায় গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।
সংঘর্ষের খবর পেয়ে নগরীর জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বাসায় গিয়ে শর্টগানের গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করেছে বলে জানিয়েছেন মুনিম।
এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
#এম