ক্রীড়া প্রতিবেদকঃশ্রীলঙ্কায় কলম্বের প্রেমাদাসা স্টেডিয়ামে আজ সিরিজের নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে যায় শ্রীলঙ্কা।
ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। অভিষেক ফার্নান্দোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শফিউল। তবে সেখান থেকেই ঘুরে দাড়ায় লঙ্কানরা। পুরোটা ম্যাচই আধিপত্য করে শেষ পর্যন্ত ২৯৪ /৮ রান করতে সমর্থ হয় তারা।
দলের হয়ে সর্বোচ্চ রান আসে ম্যাথুসের ব্যাট থেকে ৮৭(৯০) বলে। তাছাড়া অর্ধশতকের দেখা পান কুসাল মেন্ডিস,৫৪(৫৮)।
বল হাতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি শফিউল ও সৌম্য। দুজনেই তুলেন ৩ টি করে উইকেট।