নিউজ ডেস্কঃ সুলতানা কামালের স্বামী সুপ্রিয় চক্রবর্তী মারা গেছেন । সোমবার রাত ৮টা ৪৪ মিনিটে তিনি ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হলে অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তীকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নারী নেত্রী সুলতানা কামালের স্বামী
আয়কর আইনজীবী সুপ্রিয় চক্রবর্তী ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা কামাল, এক মেয়ে দিয়া সুদেষ্ণা চক্রবর্তীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
জীবদ্দশায় তিনি ময়মনসিংহের কুমুদিনী হাসপাতাল দাতব্য চিকিৎসালয়ে নিজের মরদেহ দান করে গেছেন।