হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে সিলেটে কর্মরত পুলিশ সদস্য এম এ হামিদের
বাড়িতে ডাকাতির চেষ্টা কালে গ্রামবাসীর হাতে ডাকাতদল পাকড়াও হয়েছে। এ সময় গ্রামবাসী ৪ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দিনগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রাম থেকে ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।
বাহুবল গ্রামের রুহুল আমিন নামের একজনের পরিচয় জানা গেলেও বাঁকী তিন জনের পরিচয় তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি।
জানা যায়, পুলিশ সদস্যের বাড়ির সামনে রাত আড়াইটার দিকে তিন ডাকাতকে ঘুরাঘুরি করতে দেখে একই গ্রামের সিএনজি অটোরিক্সা চালক ছাহেব আলী।
এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা পালাতে পারেনি।
পরে গ্রামের লোকজনদের সাথে নিয়ে ডাকাতদের আটক করে বসির মুরুব্বীর বাড়িতে নিয়ে যায়।
তাদের সাথে থাকা পাউডার ও তালা ভাঙ্গার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
গ্রামবাসীর হাতে আটককৃত ডাকাতরা জানায়, একই গ্রামের রুহুল আমিন তাদেরকে পুলিশের বাড়িতে থাকা মাইক্রোবাস ও সিএনজি আটোরিক্সা নেয়া ও পরে বাসায় ডুকে ডাকাতির করার কথা বললে তারা আসে। বাড়ির পাশে আসলে রুহুল আমিন ফোন বন্ধ করে দেয়। তাদের তথ্যমতে পুলিশ রুহুল আমিনকে তার বাড়ি থেকে আটক করে।
খবর পেয়ে বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ জহির মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে চার ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।