জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলার চাপরপুর ইন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, সকালে উপজেলার চাপরপুর ইন্দুপাড়া এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। নিহত চার শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।