সিকৃবি প্রতিনিধিঃ প্রাণী অধিকার নিয়ে কাজ করা একমাত্র সংগঠন প্রাধিকার অসুস্থ শালিক পাখি উদ্ধার করেছে।
গত সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)একদল শিক্ষার্থী একটি অসুস্থ শালিক পাখি উদ্ধার করে প্রাধিকারের রেসকিউ টিমের কাছে হস্তান্তর করে।
উপস্থিত শিক্ষার্থী রোমান জানায়- রাজনীতি চত্বরে বিকেলবেলা আড্ডা দেওয়ার সময় শালিক পাখিটি পানির ট্যাংকে নিচে পড়ে থাকতে দেখি।পরে তাৎক্ষনিক ভাবে পাখিটিকে উদ্ধার করে উড়ানোর চেষ্টা করলে পাখিটি উড়তে ব্যর্থ হয় ।তাছাড়া বড় ধরনের কোন ইনজুরি ছিল না।
পাখিটি প্রাধিকারের কাছে হস্তান্তর করা হলে প্রাধিকারের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
প্রাধিকারের এক সদস্য বলেন, শালিক, দোয়েল, টিয়া, ময়না আমাদের প্রকৃতির অংশ। এরা যাতে হারিয়ে না যায় সে দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।
উল্লেখ্য প্রাথমিক চিকিৎসার একদিন পর, আজ মঙ্গলবার শালিক পাখিটিকে প্রকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।