তালহা কাদিরঃ সুনামগঞ্জে গত এক সপ্তাহে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।তাদের সবাই ঢাকায় থাকেন বলে জান যায়।।গত সপ্তাহে বাড়িতে আসার পর জ্বর-জ্বর ভাব দেখা দিলে কবির হোসেন নামের এক ব্যক্তি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করাতে যান।পরিক্ষা-নিরীক্ষা করার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানান।একইভাবে আরেকজন রোগীকে ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে সুনামগঞ্জ সদর
হাসপাতালের চিকিৎসকরা জানান।পরে দুজন কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে আরো ৪জন জ্বর আক্রান্ত রোগীকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ডেঙ্গুতে আক্রান্ত বলে শনাক্ত করেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাশ বলেনঃসুনামগঞ্জে এখনো কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এ কথা বলা যাবে না।কারন,যারাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের সবাই ঢাকা থেকে জীবানু বহন করে এনেছেন।আমরা এ বিষয়ে সতর্ক আছি। পৌরসভার সহযোগিতায় শহরে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।