নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত সিলেট নগরের আম্বরখানা ও আশপাশের এলাকার ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
অভিযানে সড়কের ফুটপাতে থাকা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদসহ বেশ কিছু ভ্যানগাড়ি জব্দ করে তা গুড়িয়ে দেওয়া হয়।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিসিকের অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।