শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:শাল্লায় সরকারি ভাবে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের লক্ষ্য ৭মে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৪টি ইউনিয়নের কৃষকদের জমা কৃত কৃষি কার্ডের উপর লটারি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের সভাপতিত্বে, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দূস শহিদ মাহবুবের পরিচালনায়, অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি এল এস ডি) আশিষ কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুম পারভেজ, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, কৃষক প্রতিনিধি আব্দুল খালেক, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বাদল চন্দ্র দাস ও স্থানীয় প্রমূখ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।