Voice of SYLHET | logo

২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৩রা জুন, ২০২৩ ইং

আজ রাতে দেখা যাবে বছরের শেষ সুপারমুন

প্রকাশিত : May 07, 2020, 17:14

আজ রাতে দেখা যাবে বছরের শেষ সুপারমুন

নিউজ ডেস্ক:-

বছরের শেষ সুপারমুন দেখা যাবে আজ বৃহস্পতিবার। রাতে চাঁদ উঠলে এ সুপারমুন দেখতে পাবে মানুষ। ২০২০ সালে এটাই হবে শেষ সুপারমুন। এ বছর আর কোনো সুপারমুন দেখা যাবে না।
জানা যায়, এবারের সুপারমুনের নাম দেওয়া হয়েছে ‘ফ্লাওয়ার’ সুপারমুন। কারণ মে মাসে সবচেয়ে বেশি ফুল ফোটে। তবে এবারের চাঁদ আগের সুপারমুন থেকে অনেক বড় দেখতে মনে হবে।
বিজ্ঞানীরা জানান, এবারের পূর্ণিমার চাঁদ দেখতে ফুলের মতো সুন্দর হবে। তাই এর নাম ‘ফ্লাওয়ার’ মুন। এ ছাড়া চাঁদটিকে ‘মাদারস মুন’, ‘মিল্ক মুন’, ‘বাক অন প্লান্টিং’ ও বলা হয়।
আজ ৭ মে বৃহস্পতিবার বছরের শেষ সুপারমুনের সাক্ষী থাকবে পৃথিবীর মানুষ। এর আগে গত ৯ মার্চ ও ৭ এপ্রিল আকাশে সুপারমুন দেখা গিয়েছিল। সুপারমুন সাধারণত ৬ শতাংশ বড় দেখায়।
বিজ্ঞান বলছে, চাঁদ কখনো কখনো পৃথিবী থেকে অনেকটা দূরে চলে যায়, আবার কখনো কাছে চলে আসে। সব সময় সমান দূরত্ব নিয়ে ঘোরে না। তাই যখন কাছে চলে আসে; তখনই হয় ‘সুপারমুন’।
এ সময়ে চাঁদ একেবারে পৃথিবীর কাছে চলে আসে। তাই অন্য সময়ের চেয়ে ৬ শতাংশ বেশি উজ্জ্বল থাকবে। দৃশ্যটি বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 271 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।