Voice of SYLHET | logo

১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৩ ইং

আন্দোলন ঠেকাতে মধ্যরাতে নারী কাউন্সিলরের বাসায় যুবকদের তুলকালাম!

প্রকাশিত : May 07, 2020, 04:18

আন্দোলন ঠেকাতে মধ্যরাতে নারী কাউন্সিলরের বাসায় যুবকদের তুলকালাম!

নিউজ ডেস্ক: নারী কাউন্সিলরদের আন্দোলন ঠেকাতে মধ্যরাতে অর্ধশতাধিক যুবক এক নারী কাউন্সিলরের বাসায় গিয়ে তুলকালাম ঘটিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর ১০ ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মাসুদা সুলতানা সাকির শেখঘাট’স্থ বাসায় এলাকাবাসী পরিচয়ে যান ৬০/৭০জন যুবক। তারা বৃহস্পতিবার নগরভবনে না যাওয়ার জন্য বলেন সাকিকে। কারণ, জানতে চাইলে যুবকরা বলেন, “আমরা চাই না আপনার কারণে আমরা ওয়ার্ডবাসী ত্রাণসামগ্রী থেকে বঞ্চিত হই। আপনি আন্দোলনে গেলে সিটি কর্পোরেশনের বরাদ্দ বাতিল হয়ে যেতে পারে, তাই আমরা আপনাকে এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাতে এসেছি -বৃহস্পতিবার নগর ভবনে না যেতে।”

এসময় ওই নারী কাউন্সিলর তাদের অনুরোধে সাড়া না দেয়ায় আগন্তুক যুবকদের সাথে তার দীর্ঘ সময় বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন ওই বাসায়। পুরো ঘটনাটি কাউন্সিলর সাকি তার ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করেন। এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর মাসুদা সুলতানা বলেন, বিষয়টি এখন জলের মতো পরিস্কার। আন্দোলনের ডাক দেওয়ার পরই মধ্যরাতে পরিকল্পিতভাবে আমার বাসায় হানা দেওয়া হয়েছে। এ সময় আন্দোলনকারীরা আমাকে বৃহস্পতিবার নগর ভবনের সামনে গৃহিত কর্মসুচীতে যোগ না দেওয়ার আহবান জানায়। সেই সাথে আন্দোলনে গেলে ১২ নং ওয়ার্ডে খাদ্য সহায়তা আসবেনা বলে আন্দোলন থেকে সরে আসায় অনুরোধ জানায় তাঁরা। তিনি বলেন, আন্দোলনের ডাক যখন দেওয়া হয়েছে, আমাকে প্রাণে মেরে ফেলার আগ পর্যন্ত এই রাস্তা থেকে সরে আসবোনা। তিনি বলেন, মধ্যরাতে এমন নাটকীয়তা চলছে মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশনায়।

এর আগে, ত্রান বিতরণে মহিলা কাউন্সিলদের সম্পৃক্ত না করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২ টায় নগর ভবনের প্রধান গেইটে অবস্থান কর্মসুচী পালনের ঘোষনা দিয়েছিলেন ৯ জন নারী কাউন্সিলর। রাত পোহালে নারী কাউন্সিলরদের আন্দোলন কর্মসূচি পালণের কথা থাকলেও মধ্যরাতে একজন নারী কাউন্সিলরের বাসায় গিয়ে যুবকদের এমন তৎপরতাকে অনভিপ্রেত বলছেন অন্য নারী কাউন্সিলররা। যেকোন বাধা-বিপত্তি সত্ত্বেও তারা বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালণ করবেন বলেও জানান। প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ বলেন, পুরুষ কাউন্সিলদের মতো অামরাও জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। করোনা ভাইরাসে বিপদের মধ্যে মানুষ বিপদে আছে, আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না। আমাদের ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে না। এটা অন্যায়। এ অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়বো।

সূত্র:সিলেট ওয়াচ

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 252 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।