Voice of SYLHET | logo

২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৩ ইং

কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি, স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত : May 06, 2020, 23:09

কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি, স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:-

বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ পাওয়া গেছে।
বুধবার (০৬ মে) বেলা ১১টার দিকে মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাদের মধ্যে একজন উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. রাজীব (১৬)। অপরজন একই এলাকার আব্দুর রব বেপারী (৫৫)।
হিজলা থানা পুলিশের ওসি অসিম কুমার জানান, সকাল সাড়ে ৭টার দিকে ক্ষেতের সয়াবিন তোলার জন্য ইঞ্জিনচালিত নৌকা করে ১০ জন উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরকিল্লা থেকে খালিসারচড়ে যাচ্ছিলেন।
নৌকাটি মেঘনার মাঝ বরাবর পৌঁছলে কালবৈশাখী ঝড় শুরু হলে উল্টে যায়

৮ জন সাঁতরে তীরে উঠতে পারলেও স্কুলছাত্র মো. রাজীব এবং আব্দুর রব বেপারী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, বুধবার সকালে বরিশালের উপর দিয়ে প্রায় ১০ মিনিটের কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৬৪ কিলোমিটার

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 254 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।