Voice of SYLHET | logo

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৩ ইং

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে চারদিনে ৩০ জনের মৃত্যু

প্রকাশিত : May 06, 2020, 16:22

ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে চারদিনে ৩০ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট চালু হওয়ার পর গত চারদিনে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে মাত্র চারজন করোনা কনফার্ম হয়েছেন।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু হয়েছে। এরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যু হওয়া ছয়জনের মধ্যে একজন নারী। বাকি পাঁচজন পুরুষ। দুইজনের বয়স ৩৫ বছর থেকে ৫০ বছরের মধ্যে। চারজনের বয়স পঞ্চাশোর্দ্ধ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, এতো লাশ রাখা সম্ভব না। তাই করোনা পরীক্ষা ছাড়াই লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে মরদেহ দফানের পরামর্শ দেওয়া হয়েছে।

সারাদেশের বিভিন্ন হাসপাতালে এমন অনেক উদাহরণ আছে উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, করোনায় মৃত, আক্রান্ত ও সুস্থ হওয়ার সংখ্যা সরকার যা ঘোষণা করছে তা প্রশ্নাতীত নয়। করোনার উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছে তাদেরও তালিকা প্রকাশ করা উচিত। আমেরিকা, ইউরোপসহ সারাবিশ্ব করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে এবং তারা তা স্বীকারও করেছে। তাই দেশে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়ার সংখ্যা নিয়ে লুকোচুরি করে কোন লাভ হবে না।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 229 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।