নিজস্ব প্রতিবেদক:-
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন জেলার ন্যায় সিলেট জেলাও লকডাউন করা হয়েছে। অন্যান্য জেলা ও উপজেলা থেকে গাড়ি ঢুকতে রয়েছে নিষেধাজ্ঞা।
এপ্রেক্ষিতে সিলেট নগরীতে গাড়ি চলাচল বন্ধে তৎপর রয়েছে পুলিশ। সোমবার সকালে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে পুলিশের তৎপরতা দেখা যায়।
এসময় কোতোয়ালী থানার সহকারী কমিশনার নির্মল চক্রবর্তীর নেতৃত্বে অটোরিকশা, সিএনজি (অটোরিকশা) ও মাইক্রোবাস, লেগুনাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করার জন্য সতর্ক করা হয়।