দক্ষিণসুরমা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় গ্যাস সিলিন্ডার জালিয়াত চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৯ জুলাই) দুপুরে কদমতলী এলাকার জকিগঞ্জ রোডে জালিয়াত চক্রের ওই কারখানার সন্ধান পান তারা। এসময় একটি কারখানায় অভিযান চালিয়ে বেশ কিছু সিলিন্ডারসহ জালিয়াতির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
জানা যায়, রোববার রাতে কদমতলী এলাকার জকিগঞ্জ রোডে জালিয়াত চক্রের ওই কারখানার সন্ধান পেয়ে নজরদারিতে রাখে পুলিশ।
পরে সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করে মালিককে না পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে সাথে নিয়ে কারখানার ভেতরে ঢুকেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি এরশাদুল হক।
এসময় বেসরকারী বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডারে সরকার উৎপাদিত গ্যাস সিলিন্ডার থেকে অবৈধভাবে গ্যাস স্থানান্তরের আলামত পান তারা।
পরে বিভিন্ন আলামত জব্দ করে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান স্থানীয় কাউন্সিলার তৌফিক বকস লিপন।
উল্লেখ্য, এই গুদাম ও মালামালের মালিক গোলাপগঞ্জ উপজেলার কল্পনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সৈয়দ জিল্লুর রহমানের।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, দীর্ঘদিন ধরে মানুষের সাথে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতারণার মূলহোতাকে আইনের আওতায় আনতে
প্রশাসনের প্রতি আহবান জানা।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজলের সাথে আলাপ করা হলে তিনি বলেন-এ বিষয়ে মামলা হবে।