Voice of SYLHET | logo

২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৩ ইং

সিলেটে আগামী রোববার থেকে দোকানপাঠ খোলা হবে

প্রকাশিত : May 04, 2020, 22:24

সিলেটে আগামী রোববার থেকে দোকানপাঠ খোলা হবে

নিজস্ব প্রতিবেদক :-

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ১৬ই মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে। এদিকে ছুটি বাড়ানোর পাশাপাশি রোজা ও ঈদ উপলক্ষে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দেয়া হয়েছে।

আগামী রোববার ১০ মে থেকে সীমিত আকারে দোকান, শপিংমল খোলা রাখার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়, কারোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৫ মে’র পর শর্তসাপেক্ষে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে।

সিলেটেও আগামী ১০ মে দোকানপাঠ, মার্কেট, শপিং খোলা হবে। তবে- আগামীকাল দোকানপাঠ খোলা হবে বলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তা আদৌ সঠিক নয়।

এ ব্যাপারে সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, সিলেট মহানগরীর ভেতরে আগামী ১০ মে থেকে দোকান পাঠ খেলা হবে।
সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সাধারন সম্পাদক আব্দুল হাদী পাভেল বলেন, আগামীকাল (মঙ্গলবার) সিলেটে দোকান কোটা খোলা হবে বলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে ১০ মে থেকে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটেও এ নির্দেশ মানা হবে। অর্থাৎ ১০ মে থেকেই দোকানপাঠ খোলা হবে।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েবও একই কথা বলেছেন। তিনি বলেছেন- সকল প্রকার নির্দেশনা মেনে ১০ মে থেকে দোকান পাঠ খেলা হবে

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 257 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।