Voice of SYLHET | logo

২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৩ ইং

এবার করোনায় আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক!

প্রকাশিত : May 04, 2020, 22:17

এবার করোনায় আক্রান্ত হবিগঞ্জের জেলা প্রশাসক!

হবিগঞ্জ প্রতিনিধি :-

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান এর করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে পজিটিভ আসছে। বর্তমানে তিনি হোম কোয়ারান্টাইনে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলিছুর রহমান উজ্জ্বল। তিনি জানান- হবিগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের করোনা পজিটিভ এসেছে। তবে অধিকতর কনফার্মেশনের জন্য উনার আরেকটি নমুনা আজ আবার ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের মোট ৫ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 255 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।