Voice of SYLHET | logo

১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৩ ইং

ওসমানীতে চিকিৎসাধীন দুই রোগী করোনায় আক্রান্ত

প্রকাশিত : May 04, 2020, 21:19

ওসমানীতে চিকিৎসাধীন দুই রোগী করোনায় আক্রান্ত

ওসমানীতে চিকিৎসাধীন দুই রোগী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক


মে ০৪, ২০২০
০৬:৫৭ অপরাহ্ন



 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুইজন রোগীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল রবিবার (৩ মে) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

জানা যায়, করোনা আক্রান্ত হওয়া দুইজনের মধ্যে একজন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন আকেজন ইউরোলজি বিভাগে ভর্তি ছিলেন। তাদের একজন ৩০ এপ্রিল আরেকজন ১ মে হাসপাতালে ভর্তি হন। করোনা শনাক্ত হওয়ার পর তাদের সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, ‘গতকাল রবিবার হাসপাতালে চিকিৎসাধীন দুইজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে গতকাল রাতেই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

ওসমানীতে তাদের চিকিৎসা সেবা দেয়া স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে নেওয়া হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই দুইজন রোগী করোনা সন্দেহজনক ছিলেন। তাই তাদের সংস্পর্শে যেসব স্বাস্থ্যকর্মীরা এসেছেন তাদের যথেষ্ট পরিমাণ সুরক্ষা সামগ্রী ছিল। তাই তাদের কাউকে কোয়ারেন্টিনে যেতে হবে না।

 

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 247 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।