গোলাপগঞ্জ প্রতিনিধি :-
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউপিতে আরও এক করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার লক্ষীপাশা ইউপির জাঙ্গালহাটা গ্রামের তরুণী (২০)।
এ নিয়ে গোলাপগঞ্জে ২জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।
তিনি জানান, আক্রান্ত তরুণী গত কয়েকদিন থেকে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হলে সেখান থেকে নমুনা সংগ্রহ করে (পিসিআর) ল্যাবে প্রেরণ করা হয়। রোববার (৩ মে) রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে আক্রান্ত তরুণীর বাড়ি লকডাউন ও তার সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।