নিজস্ব প্রতিবেদক:-
করোনা বিপর্যয়ে বাড়তি ঝুঁকি এড়াতে অন্যান্য জায়গার মতো সিলেটের বেশিরভাগ মানুষই হাসপাতালবিমুখ। এছাড়া অনেক আগেই বন্ধ হয়েছে চিকিৎসকদের চেম্বার। এতে চরম বিপাকের মধ্যে রয়েছেন সাধারণ রোগীরা।
এ অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসাসেবা সহজীকরণ করার লক্ষ্যে সমন্বিত টেলিমেডিসিন সেবা প্রদান শুরু করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট।
সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক জানান- এর মাধ্যমে রোগীরা ঘরে বসে মুঠোফোনে মেডিসিন ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, গাইনি ও প্রসূতি চিকিৎসাসেবা, শিশু ও নবজাতকের চিকিৎসাসেবা, সার্জারী, ইএনটি, ডার্মাটোলজি বিষয়ে সেবা, করোনা সম্পর্কিত জিজ্ঞাসা ও চিকিৎসা এবং অন্যান্য রোগ বিষয়ে সেবা নিতে পারবেন।
প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতীত) রোগীরা বাসায় বসে নিম্নোল্লেখিত নাম্বারে চিকিৎসকদের সাথে কথা বলতে পারবেন।
রোগের ধরণ ও মোবাইল নাম্বার :
মেডিসিন ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা : ০১৭৮১ ৩১৩০৯৮
গাইনি ও প্রসূতি চিকিৎসাসেবা : ০১৭৮৪ ৩১৩০৯৯
শিশু ও নবজাতকের চিকিৎসাসেবা : ০১৬৬০ ১২৩১৩৭
সার্জারী, ইএনটি, ডার্মাটোলজি বিষয়ে সেবা : ০১৭৮৭ ৩১৩০৯৭
করোনা সম্পর্কিত জিজ্ঞাসা ও চিকিৎসা : ০১৭৩৫ ৭৭২৬৮৩
অন্যান্য রোগ বিষয়ে সেবা : ০১৭৬৫ ৮৯৯৮২৭