Voice of SYLHET | logo

১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৩ ইং

করোনায় বরিসের মৃত্যু হলে পরবর্তী ভেবে রেখেছিল ব্রিটেন

প্রকাশিত : May 03, 2020, 19:48

করোনায় বরিসের মৃত্যু হলে পরবর্তী ভেবে রেখেছিল ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক:-

মহামারি করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে মাত্রই সুস্থ হয়ে দায়িত্বে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রাণঘাতি এই রোগে গুরুতর অসুস্থ হয়েও মৃত্যুর দুয়ার থেকে শেষ পর্যন্ত ফিরতে পেরেছেন তিনি। কিন্তু সেটি না হলে কী হতো? ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তেমন কিছু হলে করণীয় কী হবে, তা ভেবে রেখেছিল কর্তৃপক্ষ।
আজ রবিবার (৩ এপ্রিল) ব্রিটিশ সাময়িকী দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জনসন জানিয়েছেন করোনাযুদ্ধে তার সেই দুঃসহ অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘হাসপাতালে আমাকে লিটারের পর লিটার অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। অবস্থা খারাপের দিকে যাচ্ছে কি না তা বুঝতে সারা শরীরে তার জড়িয়ে মনিটরের সঙ্গে লাগানো ছিল।’
বরিস বলেন, ‘অস্বীকার করবো না, এটা খুবই কঠিন সময় ছিল।’ এসময় বারবার নিজেকে জিজ্ঞেস করেছেন, ‘আমি কীভাবে এ থেকে বেরিয়ে আসব?’

গত ২৬ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে, অবস্থার অবনতি হলে ১০ দিন পর তাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পরেই আইসিইউতে নিতে হয় এ নেতাকে।

তিনি বলেন, ‘এটা বিশ্বাস করা কঠিন ছিল যে, মাত্র কয়েকদিনেই আমার শরীর এতটা ভেঙে পড়েছিল। যদি খারাপ কিছু ঘটে তার জন্য চিকিৎসকরা সব ধরনের ব্যবস্থা করে রেখেছিলেন।’
বরিস জনসনের মতে, তিনি সুস্থ হয়ে উঠেছেন মূলত ‘চমৎকার, চমৎকার সেবার কারণে।’ এর জন্য চিকিৎসক-নার্সদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার সপ্তাহখানেক পরেই পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার সেবা করা দুই চিকিৎসকের প্রতি সম্মান জানাতে তাদের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন উইলফ্রেড লরি নিকোলাস জনসন।

শুধু তাই নয়, নিজে করোনায়ে ভোগার কারণে এর কষ্টও বুঝতে পারছেন বরিস জনসন। জানিয়েছেন, আর কাউকে যেন এই দুর্ভোগ পোহাতে না হয় এবং নিজ দেশের অর্থনীতিকে পুনর্জীবিত করতে এখন দৃঢ়প্রতিজ্ঞ তিনি

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 261 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।