Voice of SYLHET | logo

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৬শে মে, ২০২৩ ইং

চা বাগানে মারা যা্ওয়া বৃদ্ধের করোনা পজিটিভ, বাড়ি লকডাউন

প্রকাশিত : May 03, 2020, 14:33

চা বাগানে মারা যা্ওয়া বৃদ্ধের করোনা পজিটিভ, বাড়ি লকডাউন

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানে গত সোমবার রাতে আকস্মিকভাবে মাটিতে পড়ে মারা যাওয়া চৈতু কর্মকার (৬০) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মৃত্যু পরবর্তীতে তার নমুনা পরীক্ষায় শনিবার ফলাফলে করোনা পজিটিভ এসেছে।

ফলে শনিবার রাত ১১টা থেকে সুনছড়া চা বাগানে নিহত বৃদ্ধ চৈতু কর্মকারের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। একই সাথে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ পরিবারের দুই ছেলে ও তাদের স্ত্রীদের নুমনা সংগ্রহ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাতে ইউএনও, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজনের উপস্থিতিতে সুনছড়া চা বাগানে গিয়ে মৃত বৃদ্ধ চৈতু কর্মকারের বাড়ি লকডাউন করা হয়।

একই সাথে সুনছড়া চা বাগানের শ্রমিকদের একটু সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, সুনছড়া চা বাগানের নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের নুমনা সংগ্রহ করা হয়েছে। তার মৃত্যু হওয়ার পর থেকে শেষকৃত্য অনুষ্ঠান পর্যন্ত কারা সংস্পর্শে এসেছিলেন তা খোঁজ করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ফেরত সবার খোঁজ করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

রবিবার দুপুরে আলীনগর বস্তি থেকে জানতে পেরেছেন সেখানে নারায়ণগঞ্জ ফেরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ব্যাপারেও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 257 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।