জকিগঞ্জ প্রতিনিধি :-
উপসর্গ ছাড়া জকিগঞ্জে ফখরুল ইসলাম নামে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জকিগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের শাখরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। এছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আহাদের ব্যক্তিগত সহকারী।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, আক্রান্ত ব্যক্তির পরিবারসহ তার সংস্পর্শে আসার ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করা হচ্ছে। তিনি ওই পরিবারের সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান।
ইতিপূর্বে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুল হান্নানেরও লক্ষণ ছাড়াই করোনা পজিটিভ ধরা পড়ে