মৌলভীবাজার প্রতিনিধি :-
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১ মে) বিকেলে ৪০ বছর বয়সের ওই ব্যক্তির করোনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসে বলে জানান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
ওই ব্যক্তি এবি ব্যাংকের শ্রীমঙ্গল শাখায় নিরপত্তা প্রহরী। বাসা সদর ইউনিয়নের নোয়াগাঁত্ত গ্রামে। এদিনে এ উপজেলায় তিন জন কেরোনা রোগী শনাক্ত হয়েছেন।
ইউএইচও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, গত ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর আগে ওই ব্যাংকের এক ক্যাশ অফিসার করোনা আক্রান্ত হওয়ায় তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
ঊপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘করোনা আক্রান্ত ওই ব্যক্তির ঘরসহ ওই বাড়ীর আরো দুটি ঘর আমরা লকডাউন করে এসেছি। শনিবার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। সবার রির্পোট না আসা পর্যন্ত বাড়ীর তিনটি ঘর ও আশপাশ এলাকা লকডাউন থাকবে