Voice of SYLHET | logo

২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৩ ইং

ছাতকে উত্তর সুরমা ইসলামী সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত : May 01, 2020, 12:25

ছাতকে উত্তর সুরমা ইসলামী সোসাইটির পরিচ্ছন্নতা অভিযান

আবু সুফিয়ান:ছাতক উত্তর সুরমা ইসলামী সোসাইটি পরিচ্ছন্নতা অভিযান  পরিচালনা করেছে।

পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং করোনা ভাইরাস থেকে সতর্ক থাকার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ২৫ টি মসজিদের ওজু খানা,শৌচাগার ও ড্রেইনে এবং জনাসমাগমকৃত মাদ্রাসাবাজার ও মোল্লাপাড়া বাজারে জীবাণু নাশক স্প্রে করা হয়। এছাড়া প্রতিটি মসজিদের ওজু খানায় সাবান ও সাবান কেইস বিতরণ করা হয়।
পরিচ্ছন্ন অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালন করেন সোসাইটির সহ সভাপতি আব্দুল মোহাইমিন, ছাত্রনেতা ফয়জুল বারী দিনার, সমাজকর্মী হোসাইন আহমদ,আবু সুফিয়ান আলীরাজ, সিদ্দিকুর রহমান কামরান, ,আহমদ শাখাওয়াত অপু, ইউনুস মিয়া, তায়ীদুল ইসলাম,হাবিবুর রহমান, পায়েল আহমদ,আব্দুল অদুদ, নঈম উদ্দিন, ফয়জুল বারী, মইনুল ইসলাম, লিমন আহমদ, আব্দুল হামিদ মহারাজ, আরিফ, গালিব, তাওহীদ, মাহবুব, শোয়েব, জামিল প্রমুখ।
পরিচ্ছন্ন অভিযানে ইসলাম পুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব বাবুল মিয়া, জনাব কামাল হোসেন মেম্বার, জনাব আবুল কাসিদ, হাজী ছুরত মিয়া, জনাব মাসুক মিয়া, জনাব শামসুল হক মোল্লা, জনাব শের আলী, মাওলানা খুরশেদ আলম, জনাব সাকির মিয়া, মাওলানা এমদাদুল হক সহ বিভিন্ন মসজিদ কমিটির সদস্যবৃন্দ, ইমাম সাহেব ও মুয়াজ্জিন গণ সহযোগিতা করেন।
মসজিদ সমুহ যথাক্রমে ইসলাম পুর জামে মসজিদ, গোয়ালগাঁও জামে মসজিদ, দক্ষিণ পাড়া মোল্লা বাড়ি মসজিদ ও গোয়ালগাঁও নতুন জামে মসজিদ, রহমতপুর জামে মসজিদ, মৌলভীরগাঁও জামে মসজিদ, পাথারীপুর জামে মসজিদ, জৈন্তাপুর জামে মসজিদ, নোয়াগাঁও জামে মসজিদ ও নতুন জামে মসজিদ, বাহাদুর পুর জামে মসজিদ, নিয়ামতপুর জামে মসজিদ, আফজলপুর জামে মসজিদ, মধ্য গনেশপুর জামে মসজিদ, ছড়ারপার জামে মসজিদ, গনেশপুর পুরাতন জামে মসজিদ, আলুঘাট জামে মসজিদ, কুছবাড়ি জামে মসজিদ ও দক্ষিণ কুছবাড়ি জামে মসজিদ, পাথারীটিলা জামে মসজিদ, মুহাম্মদ পুর জামে মসজিদ, মোল্লাপাড়া জামে মসজিদ ও দক্ষিণ মোল্লাপাড়া জামে মসজিদ, বাবনগাঁও জামে মসজিদ, খাদিম নগর জামে মসজিদ।
সার্বিক অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যানও সোসাইটির উপদেষ্টা এডভোকেট সুফি আলম সোহেল। তিনি যুবসমাজ কে এ ধরনের কাজে উদ্ধুদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 308 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।