নিজস্ব প্রতিবেদক:-
দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশে দাঁড়িয়েছে ব্যবসায়ী সমাজ। করোনা আক্রান্ত রোগীদের সেবাদানে নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পক্ষ থেকে পিপিই, মাস্ক ইত্যাদি সরবরাহ করা হচ্ছে।
এ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১টায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় এফবিসিসিআই’র পক্ষ থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের নিকট পিপিই, মাস্ক ইত্যাদি সরবরাহ করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব।
এসময় হাসপাতালের পরিচালক করোনা রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে এসব উপকরণ সরবরাহের জন্য এফবিসিসিআই ও সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সিলেট চেম্বারের সহকারী সচিব সানু উদ্দিন রুবেল