সুনামগঞ্জ প্রতিনিধি :-
সুনামগঞ্জে আজ বুধবার অভ্যন্তরীন বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর বাজারে এ অভিযানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। এসময় তারা সামাজিক দূরত্ব বজায় না রেখে পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তীর্যক মন্তব্য করতে দেখা যায়। কেউ কেউ বলেন মন্ত্রীরা যদি আইন না মানেন তাহলে সাধারণ মানুষ কীভাবে মানবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য, সুনামগঞ্জ-৫ মোঃ মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য, সুনামগঞ্জ-১ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য, সুনামগঞ্জ-৪ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা আসন-২১ এর সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার, সুনামগঞ্জ মোঃ মিজানুর রহমান, বিপিএম এব অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ