Voice of SYLHET | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ ইং

হাওর অঞ্চলে ৬৫ ভাগ ধান কাটা শেষ: সুনামগঞ্জে কৃষিমন্ত্রী

প্রকাশিত : April 29, 2020, 15:55

হাওর অঞ্চলে ৬৫ ভাগ ধান কাটা শেষ: সুনামগঞ্জে কৃষিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি :-

কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ৬৫ ভাগ ধান কাটা শেষ হয়েগেছে হাওর অঞ্চলে। সুনামগঞ্জসহ অতি ঝুঁকিপূর্ণ এলাকায় ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও করোনা পরিস্থিতিকে সামনে রেখে সরকারি তৎপরতায় কৃষকরা দ্রুত সময়ে ধান কাটতে পেরেছেন।

তিনি বলেন, সারা দেশে প্রায় ৪০০ এর অধিক হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। প্রতি ২৮ লাখ টাকা ব্যয়ে একেকটি মেমিন ২১ লাখ টাকা ভুর্তকি দিয়ে কৃষকদের দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বুধবার সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন প্রদানকালে এসব বলেন তিনি।

এসময় মন্ত্রী আরো বলেন, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। কৃষকরা খোলা থেকে ধান বিক্রয় করতে পারবেন। সরকারি ধান ক্রয় কার্যক্রমে কনো অনিয়ম হবে না। মন্ত্রী বলেন, আমি হাওরে কৃষকের মুখে হাসি দেখেছি। কৃষকরা সুন্দরভাবে ঘরে ধান তুলতে পারলে করোনার দুর্ভিক্ষ কাটিয়ে উঠতে পারবেন। ৪% হারে কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করেছে সরকার। হাওরের কৃষকদের এক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বিরোধী দলীয় হুইফ ফজলুর রহমান মিসবাহ, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, মহিলা সংসদ সদস্য শামিমা শাহরিয়া, পৌর মেয়র নাদের বখত, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 272 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।