Voice of SYLHET | logo

১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা জুন, ২০২৩ ইং

কুলাউড়ায় দেড় শতাধিক পরিবারের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত : April 28, 2020, 23:11

কুলাউড়ায় দেড় শতাধিক পরিবারের ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের দেড় শতাধিক পরিবার পবিত্র মাহে রমজানের উপলক্ষে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে ছকাপন সমাজসেবী সংস্থা।
মঙ্গলবার দিনব্যাপী সংগঠনের সদস্যরা গ্ৰামবাসীর বাড়ি বাড়ি গিয়ে এই উপহার বিতরণ করেন। এছাড়া জিবাণুনাশক স্প্রে করা হয়।


এবিষয়ে মো. মহরম উদ্দিন মনজু বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস এর কারণে কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুর ইউনিয়নের ১ নং ওর্য়াডের একই পরিবারের তিন জনের করোনা হয়েছে। তাই মানুষ ঘরবন্দি। ছকাপন গ্রামের ছকাপন সমাজসেবী সংস্থানের সভাপতি সুমেল আহমদ ভাইয়ের চাচা ফ্রান্স প্রবাসী মুস্তাকিন আলী কয়েছ এর পক্ষ থেকে আজ প্রায় ১৫৫ টি পরিবারকে প্রবাসীদের অর্থায়নে খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও চলতি রমজানে এই সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী এবং আরও কিছু পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সংগঠনের পক্ষ থেকে এলাকার প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে এ ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন স্থানীয়রা। সবাই ঘরে বসে নিরাপদে বাজার করুন , করোনা থেকে দুরে থাকুন।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 738 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।