কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ২৮শে এপ্রিল, মঙ্গলবার দুপুরে উপজেলার কলাবাড়ি ও বুধবারী বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রি করায় ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত সোমবার টুকের বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, “কোন অসাধু ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে বিক্রয় করে জনমনে ভীতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। সেই সাথে এই রমজানে ইফতার সামগ্রী বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে”।