দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে শ্রীমঙ্গলে ৩য় নিলাম এবং চলতি মৌসুমের ১৩ তম নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে। নিলামে বিভিন্ন কোয়লিটির ২২ লাখ ২০ হাজার ৩৫০ কেজি চা তোলা হয়। বিক্রি হয়েছে শতকরা ৭০ ভাগ। আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
সোমবার সকাল ৮টা থেকে দুপুরের বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত খান টাওয়ারের অকশন হাউজে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়।
চা সর্বোচ্চ ৩১১ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর গড়ে প্রতি কেজি চা বিক্রি ২০০ টাকা কেজি দরে এবং সর্বনিম্ন ৯০টাকা কেজি দরে পঞ্চগড়ের চা বিক্রি হয়।
#এম