ভয়েস অব সিলেট ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের গাছের ডালে আব্দুস সালাম নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে বাড়ির পুকুরপাড়ের একটি গাছের ডাল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, রবিবার রাতের কোন এক সময় আব্দুস সালাম বাড়ির পাশবর্তী একটি পুকুরপাড়ে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।