চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টর’স সেফটি, রাইটস এন্ড রেসপনসিবিলিটি জানিয়েছে, আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৩৭১ জন।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল-মামুন বলেন, রোববার পর্যন্ত সারাদেশে কোভিড-১৯ শনাক্ত চিকিৎসকের সংখ্যা ৩৭১ জন । এরমধ্যে সর্বোচ্চ আক্রান্ত চিকিৎসক ঢাকা বিভাগে।
তিনি বলেন, এসব চিকিৎসকের মধ্যে ঢাকা বিভাগের ৩০৫ জন, বরিশাল বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন, সিলেট বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের ১০ জন, রংপুর বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের ২৪ জন রয়েছেন।
তবে রাজশাহী বিভাগের কোনো চিকিৎসকের দেহে এখন পর্যন্ত কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়নি।