রোববার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনা শনাক্তের ৫০তম দিনে মোট আক্রান্ত প্রায় সাড়ে ৫ হাজার, মোট মৃত্যু ১৪৫ ও সুস্থ হয়ে ফিরেছেন ১২২ জন।
গতকাল (রবিবার) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৪১৮ এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ৯ জন।
বাংলাদেশে রবিবার পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে কোয়ারেন্টিনে আছেন ৭৯ হাজার ৮শ ৯৯ জন, আইসোলেশনে এক হাজার ১৬৫ জন।
প্রায় সাড়ে পাঁচ হাজার করোনা রোগীর মধ্যে পুলিশ সদস্যও অাছেন। পুলিশ সদরদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৯৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের ১৫০ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের।