বছর ঘুরে আবারও রমজান এসেছে। তবে করোনা পরিস্থিতির কারণে বদলে গেছে বিগত বছরের দৃশ্য।
সিলেট নগরের যেসব এলাকায় গত বছর ছিল ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক, সেখানে এখন নীরব–সুনশান পরিবেশ। নেই সারি সারি ইফতারির পসরা আর ক্রেতাদের ভিড়। জেলা প্রশাসনের নির্দেশে নগরের সব রেস্তোরাঁ এবার বন্ধ। কোথাও বিক্রি হচ্ছে না ইফতারসামগ্রী।
গত শনিবার ও রবিবার বিকেলে নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্টা, শিবগঞ্জ, উপশহর, কদমতলী, সুবিদবাজার, পাঠানটুলা, মদিনামার্কেট, শাহি ঈদগাহ, সোবহানীঘাট, মীরাবাজার এলাকায় দেখা গেছে, রেস্তোঁরা থেকে ফুটপাত; কোথাও ইফতারি বিক্রি হচ্ছে না। সব দোকানই বন্ধ। অথচ গত বছর এসব এলাকায় ইফতারির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে পা ফেলারই জায়গা ছিল না। তবে খেজুর, মুড়ি, ফল ও শাকসহ ইফতারসামগ্রীর উপকরণের দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে।